প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2025 ইং
যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ঘোষণা

ঢাকার কামরাঙ্গীরচরে ২৩ বছর আগে যৌতুকের জন্য স্ত্রী ডালিয়া বেগমকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার মামলায় আজ স্বামী মো. টিটুকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। মামলায় খালাস পান অন্য চার আসামি।
২০০২ সালের ৭ সেপ্টেম্বর নিজ বাসায় ডালিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি প্রাণ হারান। মৃত্যুর আগেই ডালিয়া জবানবন্দি দিয়ে তার স্বামীকে অভিযুক্ত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. টিটুর সঙ্গে বাকি চার আসামির মধ্যে এক জন তার মা আমেনা বেগম, বাকি তিনজন স্বজন। রায় ঘোষণার পর টিটুকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রায় ২৮ বছর আগে মুন্সিগঞ্জের টিটুর সঙ্গে ডালিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে ডালিয়াকে নির্যাতন করা হতো। ৫০ হাজার টাকা যৌতুক না দেয়ায় নিয়মিত হয়তো তিনি নির্যাতিত হন।
ডালিয়ার বাবা রওশন আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৩ সালের ৬ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Jashore Now